নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :
পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া এক যুবকের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী। শনিবার সকালে কোটশিলা থানার বড়রোলা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নেপাল মাঝি (২০)। তাঁর বাড়ি ওই বড়রোলা গ্রামেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার বিকেলে গ্রামের একটি পুকুরে স্নান করতে নেমেছিলেন নেপাল। সেখানেই হঠাৎ তিনি জলে তলিয়ে যান।
ঘটনার পরেই শুরু হয় উদ্ধার কাজ, তবে রাত পর্যন্ত তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে শনিবার সকালে স্থানীয়রা পুকুরের জলে দেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছানো বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দেহটি উদ্ধার করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Post Comment