insta logo
Loading ...
×

কোটশিলায় ধৃত কুড়মিছাত্রীকে পরীক্ষার ব্যবস্থা করে মানবিকতার পরিচয় দিল পুরুলিয়া জেলা পুলিশ

কোটশিলায় ধৃত কুড়মিছাত্রীকে পরীক্ষার ব্যবস্থা করে মানবিকতার পরিচয় দিল পুরুলিয়া জেলা পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:


কুড়মি আন্দোলনে হাইকোর্টের নির্দেশে পুরুলিয়া জেলা পুলিশের কঠোরতা যেমন দেখেছে জেলা। তেমনই দেখলো পুলিশের মানবিক রূপ। কোটশিলায়
ধৃত কুড়মি কলেজ ছাত্রীর পরীক্ষা থাকায় তিনি যাতে কলেজের সেই পরীক্ষা দিতে পারেন তার ব্যবস্থা করলো পুরুলিয়া জেলা পুলিশ।

গত ২০ সেপ্টেম্বর কোটশিলা স্টেশনে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে যে রেল অবরোধের চেষ্টা হয়। তাছাড়া বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার কারণে ঘটনাস্থল থেকে গ্রেফতার হন
ঝালদার তুলিনের বাসিন্দা মালা মাহাতো। পরের দিন অর্থাৎ ২১ তারিখ তাকে বাকি অভিযুক্তদের সঙ্গে আদালতে পেশ করা হয়। পরবর্তী সময়ে জেলা পুলিশ জানতে পারে মালা মাহাতো কোটশিলা বি.এড. কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আজ বুধবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে তার চতুর্থ সেমিস্টারের একটি পরীক্ষা নির্ধারিত আছে। এই তথ্য পাওয়ার পর মানবিক দৃষ্টিভঙ্গিতে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে তার পরীক্ষায় নির্বিঘ্ন উপস্থিতি ও অংশগ্রহণ সুনিশ্চিত করার যথাযথ ব্যবস্থা করেছে পুরুলিয়া জেলা পুলিশ।

Previous post

মাওবাদী দমন অভিযানে ছত্তিশগড়ে শহিদ, নিহত আড়শার জওয়ান বিশ্বরূপ মাহাতোর নামে রাস্তার নামকরণ

Next post

পুরুলিয়া শহরে শেষ রবিবারের কেনাকাটায় বিপুল লক্ষ্মীলাভ, বোনাস না হওয়ায় হতাশা শিল্পাঞ্চল সহ রেলশহরে

Post Comment