নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
প্রায় হঠাৎ করেই অসুস্থ হয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দুলালি কর্মকার। (৫০)। তার বাড়ি কোটশিলা থানার কারুমামা গ্রামে । মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ছুটে আসেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কোটশিলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। সবার চোখে তখন একটাই আশা— দুলালি দেবী সুস্থ হয়ে ফিরবেন।
কিন্তু সেই আশায় ভাঙন ধরতে দেরি হয়নি হাসপাতালের বিছানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আচমকা এই মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার থেকে গ্রাম জুড়ে। ঘটনার খবর পেয়ে কোটশিলা থানার পুলিশ আসে তদন্তে। নিয়ম অনুযায়ী রুজু করা হয় অস্বাভাবিক মৃত্যুর মামলা। কী কারণে হঠাৎ প্রাণ হারালেন দুলালি দেবী সেটাই এখন বড় প্রশ্ন।
Post Comment