নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সকাল থেকেই আকাশের মুখ ভার। তবে টানা বৃষ্টির দাপট অনেকটাই কমেছে পুরুলিয়ায়। শনিবার জেলায় গড়ে ৮.১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হুড়ায়—৪৮.২ মিলিমিটার। সাঁতুড়িতে ২৭.২, পাড়ায় ১১.২ এবং হাতোয়াড়ায় ৮.২ মিলিমিটার বৃষ্টি নথিবদ্ধ হয়েছে। অন্যত্র বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। জয়পুর, ঝালদা, বাঘমুন্ডি, মানবাজার, বরাবাজার, কাশিপুর—কোথাও বৃষ্টি রেকর্ড হয়নি। বলরামপুরে ১.৩ মিলিমিটার, নিতুড়িয়ায় ৫.৪ মিলিমিটার ও পুঞ্চায় ৪.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ কেটে গেলেও তার প্রভাবে এখনও হালকা আর্দ্রতা ও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির প্রবণতা অনেকটা কমেছে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও পুরুলিয়ায় মূলত আংশিক মেঘলা আকাশ আর হালকা বৃষ্টিই সঙ্গী হতে পারে।
শনিবার জেলার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.৫ ডিগ্রি। আবহাওয়া দফতর সূত্রে খবর, কোজাগরী পূর্ণিমার দিনেও পুরুলিয়ায় জোর বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
Post Comment