insta logo
Loading ...
×

কেমন বৃষ্টি পুরুলিয়ায়?

কেমন বৃষ্টি পুরুলিয়ায়?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

আগের দিনের মতোই শুক্রবারও (২৯ আগস্ট) পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে ছিটেফোঁটা। জেলার গড় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মাত্র ৩.০৯ মিলিমিটার। তবে স্থানীয় ভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টি হয়েছে।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাঁতুড়িতে— ১৮.৬ মিলিমিটার। ঝালদায় ১০.২ মিলিমিটার, নিতুড়িয়ায় ৭ মিলিমিটার, বাঘমুণ্ডিতে ২.৪ মিলিমিটার এবং বলরামপুরে ২ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত হয়েছে। জেলার বাকি আটটি স্টেশনে একফোঁটাও বৃষ্টি হয়নি।

তাপমাত্রা প্রায় একই স্তরে ঘোরাফেরা করছে। শনিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি। ফলে দিনের বেলায় গরম ও আর্দ্রতার অস্বস্তি বজায় ছিল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। পুরুলিয়াতেও তার প্রভাব পড়তে পারে বলে আবহবিদদের অনুমান।

Post Comment