নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পরিস্থিতি ঘিরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে পুরুলিয়ার সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক ড রজত নন্দা , পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ কর্মাধ্যক্ষ ও বিভিন্ন দফতরের আধিকারিক-ইঞ্জিনিয়ারেরা।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “এই নিয়ে বারবার সংসদে বলেছি, মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। কিন্তু কেন্দ্র গুরুত্ব দেয়নি। তাই আজ ইন্দো-ভুটান রিভার কমিশন গড়া জরুরি।”
মন্ত্রী আরও অভিযোগ করেন, “কেন্দ্রের লক্ষ্যই হচ্ছে বাংলাকে পিষে মারা। ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গও প্লাবিত হয়েছে। গত কয়েক বছরে ছয়বার বন্যা হয়েছে।”
তিনি জানান, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও জল সংরক্ষণ ও সেচ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।
Post Comment