insta logo
Loading ...
×

কেন্দ্রের বিরুদ্ধে এবার ছাত্ররা? নতুন রূপরেখা তৃণমূলের?

কেন্দ্রের বিরুদ্ধে এবার ছাত্ররা? নতুন রূপরেখা তৃণমূলের?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রাত পোহালেই কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সমাবেশ। তাকে কেন্দ্র করে উচ্ছ্বাসে ভরপুর জেলা তৃণমূল। বুধবার সকালে পুরুলিয়া শহরসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীদের ঢল নামল পুরুলিয়া রেল স্টেশনে। ব্যাগ-ঝোলা হাতে নিয়ে মুহুর্মুহু উঠল স্লোগান। হাতে তৃণমূলের পতাকা—সব মিলিয়ে স্টেশন এলাকা কার্যত মিছিলমুখর হয়ে ওঠে। সেখান থেকে সাঁতরাগাছি ট্রেনে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেয় সমর্থকরা। পাশাপাশি একাধিক ব্লক থেকে বাস ও ছোট গাড়িতেও যাত্রা করেন তৃণমূল যুব ও ছাত্রনেতারা।

জেলার ছাত্র-ছাত্রীদের যাত্রা ব্যবস্থা খতিয়ে দেখতে স্টেশনে হাজির ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কেন্দ্রের তারাশাহী আজ গোটা দেশকে চরম সংকটে ফেলেছে। তাই ছাত্রদলের আন্দোলন এখন সময়ের দাবি। সেই আন্দোলনের রূপরেখা ঠিক করে দেবেন আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।’’

জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সরেন জানান, পুরুলিয়া জেলা থেকে প্রায় তিন হাজার ছাত্রছাত্রী সমাবেশে যোগ দিচ্ছে। তিনি বলেন, ‘‘রূপসী বাংলা এক্সপ্রেস, রাতের চক্রধরপুর-হাওড়া ট্রেন ছাড়াও কয়েকটি ব্লক থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল সমাবেশে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই ছাত্রছাত্রীদের উৎসাহ চোখে পড়ার মতো।’’

Post Comment