নিজস্ব প্রতিনিধি,কেন্দা:
পুঞ্চা ব্লকের কেন্দা থানার অন্তর্গত তালতলা হাটে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামবাদ গ্রামের বাসিন্দা সুভাষ মাহাতো শনিবার হাটে কেনাকাটা করতে এসে তার মোটরবাইকটি তালতলা হাটের কাছে পার্ক করে রাখেন। তবে কেনাকাটা সেরে ফিরে এসে তিনি দেখতে পান গাড়িটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পরেও বাইকের কোনও সন্ধান না মেলায় তিনি হাট পরিচালনাকারীদের বিষয়টি জানান এবং কেন্দা থানায় খবর দেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ। ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। হাট চত্বরে থাকা স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ। পাশাপাশি, আশপাশে কোনও সিসিটিভি ক্যামেরা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
চুরি যাওয়া বাইক উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ওই থানার তদন্তকারি অফিসার। এলাকাবাসীর বক্তব্য, হাটে প্রতিদিন প্রচুর ভিড় হয়। কিন্তু উপযুক্ত নিরাপত্তার অভাবে এমন অপরাধের ঘটনা আগেও ঘটেছে। ফলে হাট চত্বরে নজরদারির ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।
Post Comment