নিজস্ব প্রতিনিধি, কেন্দা :
পুরুষ মদের নেশায় আসক্ত হলে ধ্বংস হয়ে যায় বহু পরিবার। এবার হরিনাম সংকীর্তনের পবিত্র কলস যাত্রার মধ্য দিয়ে মদের নেশায় নিষেধ বার্তা দিলেন নারীরা। অভিনব উদ্যোগ কেন্দা থানার কোনাপাড়া গ্রামের মহিলাদের। এর আগেও তারা নেশা মুক্ত গ্রাম গড়তে একাধিকবার এক হয়ে আন্দোলনে নেমেছেন। সুস্থ সমাজ ও স্বাভাবিক জীবন যাপনের লক্ষ্যে, সেই আন্দোলনে এসেছে সাফল্য। এবার গ্রামের মহিলাদের উদ্যোগে হরিনাম সংকীর্তন উপলক্ষ্যে অনুষ্ঠিত হল কলস যাত্রা। রবিবার গ্রামের মেয়েরা কাঁসাই নদীর কোনাপাড়া নদীঘাট থেকে জল ভরে সারিবদ্ধভাবে কোনাপাড়া হরিমন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

বহু মানুষের সমাগম হয়েছিল এই কলস যাত্রায়। গ্রামের পুরুষেরা যাতে মদের নেশায় না মেতে হরিনামে মেতে ওঠে, মূলত সেই লক্ষ্যেই অনুষ্ঠিত হয় এই কলস যাত্রা। স্থানীয় বাসিন্দা রেবা সহিস বলেন, “আমাদের গ্রামের পুরুষ সমাজ মদের নেশায় না মেতে উঠে হরি নামের নেশায় মেতে উঠুক। মূলত এই লক্ষ্যে অনুষ্ঠিত হয় কলস যাত্রা।” এদিন কলসযাত্রা ঘিরে গোটা গ্রাম নিয়েছিল উৎসবের চেহারা। এলাকার মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে।









Post Comment