insta logo
Loading ...
×

কুয়োয় পড়ে গেল হাতির শাবক, তারপর?

কুয়োয় পড়ে গেল হাতির শাবক, তারপর?

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :

সবজি খেতের সেচ কুয়ায় পড়ে গেল হস্তি শাবক। বন দফতরের প্রাণপণ চেষ্টায় হাতির বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয়। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া বন বিভাগের বাঘমুন্ডি রেঞ্জের গন্ধুডি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭টি হাতির ওই দলটি ঝাড়খণ্ড সীমান্ত থেকে এসে সন্ধ্যার পর গন্ধুডি মৌজার সবজি খেতে ঢুকে পড়ে। তখনই আনুমানিক আড়াই বছরের একটি শাবক খেতের মধ্যে থাকা সেচ কুয়োয় পড়ে যায়। কুয়োর জলে আটকে গিয়ে প্রাণপণ চেষ্টা করেও শাবকটি উপরে উঠতে পারছিল না। পাশে দাঁড়িয়ে থাকা হাতির দলটিও ক্রমাগত ডেকে যেতে থাকে।

ঘটনার খবর পেয়ে বন দফতরের একাধিক রেঞ্জের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ডিএফও মুদিত কুমার ও এডিএফও সায়নী নন্দির নেতৃত্বে মাঠা, বলরামপুর, অযোধ্যা, ঝালদা রেঞ্জ থেকে বনকর্মীরা রাতেই উদ্ধার কাজে যোগ দেন। কুয়োর চারপাশের মাটি কাটতে মেশিন আনা হয়। প্রায় তিন ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর অবশেষে শাবকটিকে উপরে তোলা সম্ভব হয়।

ডিএফও মুদিত কুমার বলেন, “শাবকটিকে জীবিত উদ্ধার করতে পেরে আমরা খুশি। কুয়ো থেকে বেরিয়ে আসার পরই সে তার দলের সঙ্গে মিশে যায়।” এরপর কিছুক্ষণ আশেপাশে থেকে হাতির দলটি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয়।

Post Comment