নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
পাড়ার মধ্যেই রক্তাক্ত খুন। বৃদ্ধাকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাল প্রতিবেশী। সোমবার সন্ধ্যায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার ঝালদা থানার কাড়াডুবা গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী মহাদেব মাহাতকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
মৃতার নাম নীলমণি মাহাত (৭২)। বিধবা বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। মৃতার মেয়ে মালতী মাহাত লিখিত অভিযোগে বলেন, “আমার মা দীর্ঘদিন ধরেই প্রতিবেশীর হুমকি সহ্য করছিলেন। সোমবার সে সুযোগ পেয়েই খুন করল।”
স্থানীয় বাসিন্দাদের কথায়, সোমবার সন্ধ্যায় হরিমন্দিরের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন নীলমণি। অভিযোগ, তখনই পিছন থেকে এসে কুড়ুল নিয়ে ঝাঁপিয়ে পড়ে মহাদেব। একের পর এক কোপ পড়ে বৃদ্ধার ঘাড়ে ও শরীরের বিভিন্ন অংশে। মুহূর্তে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা ছুটে গিয়ে পুলিশকে খবর দেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝালদা ১ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় নীলমণিকে। চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছে তাঁর।
কী কারণে এই খুন, তা নিয়ে এখনও ধন্দে তদন্তকারীরা। পুলিশের দাবি, হেফাজতে নিয়ে মহাদেবকে জেরা শুরু হয়েছে।
Post Comment