নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
টানা ছ’দিনের অচলাবস্থার অবসান। শনিবার বিকেলে পুরুলিয়া শহরে অবশেষে সমাধান সূত্র খুঁজে পেল পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন আন্দোলন। সদর মহকুমাশাসক উৎপল কুমার ঘোষ, পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি, সদর থানার আইসি, কাউন্সিলর ও কর্মীদের প্রতিনিধিরা দীর্ঘ তিন ঘণ্টা আলোচনায় বসেন।
আলোচনার শেষে জানানো হয়—পুরসভা কর্তৃপক্ষ চলতি বছরের জুলাই-অগস্ট মাসের বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দেবে এবং দুর্গাপুজোর আগে অস্থায়ী কর্মীদের ২০০ টাকা বোনাস বাড়ানো হবে। যদিও বেতন বৃদ্ধির দাবিতে পুরসভা কর্তৃপক্ষ দু’মাস সময় চেয়েছে। সেই প্রস্তাবে সম্মত হয়েছেন কর্মীরা। ঘোষণা করা হয়, রবিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে পুরুলিয়া শহরে।
আলোচনার পর সদর মহকুমাশাসক উৎপল কুমার ঘোষ বলেন, ” বৈঠক ফলপ্রসু হয়েছে।”
পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ” অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে দু’মাস সময় চাওয়া হয়েছে। গড়া হচ্ছে একটি কমিটি। স্ল্যাব নির্ধারণ করে বেতন বৃদ্ধি হবে। সেই প্রস্তাবে সম্মত হয়েছেন কর্মীরা। বোনাস ২০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ছিলো ১৬০০। মিলবে ১৮০০ টাকা। রবিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে পুরুলিয়া শহরে।”
অন্যদিকে, অস্থায়ী কর্মীদের নেতা সরোজিৎ স্যামুয়েল জানান, “আমাদের বেতন ও বোনাসের বিষয়টি পুরসভা গুরুত্ব দিয়েছে। তাই আমরা কর্মবিরতি তুলে নিলাম।”
পুরসভার বিরোধী দলনেতা প্রদীপ মুখোপাধ্যায় বলেন, ” বৈঠকে আমরাও ছিলাম। আশা করছি বেতন বৃদ্ধি হবে।”
ছ’দিনের কর্মবিরতিতে শহরের সর্বত্র সাফাই বন্ধ থাকায় আবর্জনার স্তূপ জমেছিল। দুর্গন্ধে উঠছিল নাভিশ্বাস। পুরসভার সূত্রে জানা গিয়েছে যে কমিটি তৈরি হয়েছে তাতে থাকছেন অস্থায়ী কর্মীদের প্রতিনিধিরাও। কার কত বেতন বাড়ানো হবে তা ঠিক করবে ওই কমিটি সঙ্গে সঙ্গে যারা কাজ না করে বেতন নেন তাদের চিহ্নিত করে ছাঁটাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুর প্রধান।
Post Comment