insta logo
Loading ...
×

কী*টনাশকে মুক্তি! প্রা*ণ হারাল মুরুলিয়ার যুবক

কী*টনাশকে মুক্তি! প্রা*ণ হারাল মুরুলিয়ার যুবক

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি :

মানসিক অবসাদের জেরে কীটনাশক খেয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ আলামিন। তার বাড়ি সাঁতুড়ি থানার অন্তর্গত মুরুলিয়া গ্রামে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মানসিক চাপে ভুগতে থাকা আলামিন আত্মীয়দের অজান্তে কীটনাশক সেবন করেন। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলামিন।
ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post Comment