নিজস্ব প্রতিনিধি, আড়শা :
ঝুলন্ত অবস্থায় কিশোরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বুধবার থেকে যমে মানুষে টানাটানির পর শনিবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল ওই কিশোরের। মৃতের নাম বিবেক রায় (১৭)। তার বাড়ি পুরুলিয়ার আড়শা থানার কুমারডি গ্রামে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
Post Comment