নিজস্ব প্রতিনিধি, আদ্রা:
কিশোরের রহস্যজনক মৃত্যু হলো আদ্রায়। শনিবার সকালে আদ্রা থানার অন্তর্গত মজিঝিড়ি জঙ্গলে এক কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম রাজীব সিংহ (১৫)। তিনি আদ্রার পলাশকোলা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিআরএম বাংলোর নিকটবর্তী মজিঝিড়ি জঙ্গলে রাজীব সিংহ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। পরিবার ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণ বিবরণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Post Comment