নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
এক কিশোরীর সন্তান প্রসব ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার মানবাজার মহকুমায়। অভিযোগের ভিত্তিতে বোরো থানার পুলিশ গ্রেফতার করেছে এক রাজমিস্ত্রিকে। ধৃতের নাম দিলীপ কুম্ভকার, তার বাড়ি ডোমজুড়ি গ্রামে বলে জানা গেছে।
সম্প্রতি পুরুলিয়ার একটি সরকারি হাসপাতালে সন্তান প্রসব করে নবম শ্রেণির ওই ছাত্রী। কিশোরীর বয়স আনুমানিক ১৪ বছর। সদ্য মা হওয়া কিশোরীর পরিচয় জানার পর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হতচকিত হয়ে পড়েন এবং বিষয়টি দ্রুত বোরো থানায় জানানো হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের তরফে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে দিলীপ কুম্ভকার ওই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। ভয়ে এবং সামাজিক লজ্জায় কাউকে কিছু জানাতে পারেনি পীড়িতা। ফলে নিয়মিত শারীরিক সম্পর্কে গর্ভবতী হয়ে পড়ে সে।
জানা গেছে, গত ছয় মাসেরও বেশি সময় ধরে স্কুলে অনুপস্থিত ছিল ওই ছাত্রী। কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। শনিবার ধৃত দিলীপ কুম্ভকারকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
বর্তমানে প্রশাসনের তরফে ওই কিশোরী ও তার নবজাতক সন্তানকে সরকারি হোমে রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।










Post Comment