নিজস্ব প্রতিনিধি, কোটশিলা:
মাত্র ১৪ বছরের এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ার কোটশিলা থানার বড়রোলা গ্রামে। স্থানীয় সূত্রে
জানা গিয়েছে, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে টুনা কুমার ওরফে অর্জুন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, রূপালী কুমারী নামে ওই কিশোরী বড়রোলা হাইস্কুলের ছাত্রী ছিলেন। গত ৫ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত টুনা কুমার সহ আরও একজন তার পথ আটকে তাকে জোর করে একটি বাড়িতে নিয়ে যায়। এবং মারধর ও অপমান করে। ওই ঘটনার শারীরিক ও মানসিক যন্ত্রণায় বাড়ি ফিরে বিষ খেয়ে ফেলে রূপালী।
সঙ্গে সঙ্গে তাকে কোটশিলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানেই ২৫ আগস্ট মৃত্যু হয় তার।
এই মর্মান্তিক ঘটনার পর রূপালীর বাবা পরেশ কুমার কোটশিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। অবশেষে গত রবিবার টুনা কুমার বাড়ি ফেরার পর পুলিশের জালে ধরা পড়ে। সোমবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় বড়রোলা গ্রামে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।









Post Comment