নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
বাড়িতে একা ছিল মেয়ে । সেই সুযোগে মেয়েকে ধর্ষণ করে এক যুবক। কিশোরীর মায়ের লিখিত অভিযোগর ভিত্তিতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সেই যুবককে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম জয়দেব সহিস। তার বাড়ি কাশিপুর থানার বিড়ালডি গ্রামে।
মঙ্গলবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।পাশাপশি এদিন নির্যাতিতা কিশোরী ডাক্তারি পরীক্ষার পর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেয়।
সোমবার রাতে কাশিপুর থানায় ওই কিশোরী মা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান সোমবার দুপুরে বাড়িতে তার ১৫ বছরের মেয়ে একা ছিল। ওই সময় অভিযুক্ত ব্যক্তি তাদের বাড়িতে ঢোকে। এরপর একাকীত্বের সুযোগ নিয়ে ওই কিশোরীকে টেনে নিয়ে গিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। ঘটনার পর ওই কিশোরী তার মাকে সমস্ত বিষয়টি জানায়। আর তারপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কিশোরীর মা।
Post Comment