insta logo
Loading ...
×

কাশীপুরে দ্বারকেশ্বরে বালি চুরি চলছেই! পুলিশি হানায় ট্রাক্টর বাজেয়াপ্ত

কাশীপুরে দ্বারকেশ্বরে বালি চুরি চলছেই! পুলিশি হানায় ট্রাক্টর বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

দ্বারকেশ্বর নদীতে আবারও প্রকাশ্যে বেআইনি বালি উত্তোলনের চিত্র সামনে এল। বুধবার সকালেই গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ হানা দেয় ওই নদী ঘাটে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালি তোলার কাজে যুক্ত কয়েকজন দ্রুত পালিয়ে যায় বলে জানা গিয়েছে। তবে ঘটনাস্থলেই পড়ে থাকা বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠছিল। এদিনের অভিযানের পর ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা শুরু হয়েছে। বেআইনি বালিচালান রোধে পুলিশের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফেরালেও প্রশ্ন রয়ে গেল—দ্বরকেশ্বরের বালি লুট বন্ধ হবে কবে?

Post Comment