নিজস্ব প্রতিনিধি, কাশিপুর ও ঝালদা:
বেআইনি বালির বিরুদ্ধে অভিযান চলছেই পুরুলিয়াতে। কাশিপুর ও ঝালদায় বেআইনি বালি বোঝায় দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মদন বাউরি ও রঘু কৌরি। তাদের বাড়ি যথাক্রমে কাশিপুর থানার মেটাল শহর ও ঝালদার কুশি গ্রামে। বৃহস্পতিবার ধৃতদের যথাক্রমে রঘুনাথপুর ও পুরুলিয়া আদালতে তোলা হয়। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
কাশিপুর থানার পুলিশ জানিয়েছে, পাহাড়পুর- তালাজুড়ি সড়কের
রঙ্গুনিগোড়ায় একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। ওই ট্রাক্টরের বালি উত্তোলন ও পরিবহনের কোন
কাগজপত্র না থাকায় চালককে গ্রেফতার করে পুলিশ। একইভাবে ঝালদার ইলু থেকে ঝালদা শহরের দিকে বালি নিয়ে যাওয়ার সময় কুশি গ্রামে পুলিশ একটি ট্রাক্টরকে আটক করে। ওই ঘটনাতেও কোন নথিপত্র না থাকায় গ্রেফতার হয় চালক। গত বুধবার এই দুটি ঘটনাতেই চালক ও মালিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে কাশিপুর
ও ঝালদা থানার পুলিশ।
Post Comment