নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
মুন্ডারী সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক একদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হল কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে। সোমবার বীরসা মুন্ডা একাডেমী ও জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায়, রঘুনাথপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও কলেজের সমাজতত্ত্ব বিভাগের সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজের সেমিনার কক্ষে। প্রথমে বিরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় । তারপর মুন্ডারী সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ে আলোকপাত করেন আলোচকরা। জল, জমি ও জঙ্গলের অধিকার, মুন্ডা জাতির চিরাচরিত সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আলোচনা হয় এদিন। আলোচক হিসেবে ছিলেন কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ ক্ষীরোদ চন্দ্র মাহাত, বাঁকুড়া খ্রীষ্টান কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সচ্চিদানন্দ রায়, রঘুনাথপুর কলেজের ইতিহাসের অধ্যাপক কালিপদ মুড়া ও বলরামপুর কলেজের ইতিহাসের অধ্যাপক শিবশংকর সিং। উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ- অধিকর্তা সন্তু বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ সংস্কৃতি অধিকর্তা (ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ চক্রবর্তী , জেলা মানভূম কালচারাল আকাদেমির সভাপতি হংসেশ্বর মাহাত, কলেজের পরিচালন সমিতির সভাপতি সৌমেন বেলথোরিয়া, কলেজের অধ্যক্ষ ডঃ বিভাসকান্তি মন্ডল ,বিরসা মুন্ডা আকাদেমি (ঝাড়গ্রাম) সদস্য নবীন চন্দ্র সিং প্রমুখ।
Post Comment