insta logo
Loading ...
×

কাশিপুরে আগুনে পুড়ে ছাই

কাশিপুরে আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

আগুনে পুড়ে গেল খড়ের গাদা। ঘটনা কাশিপুর ব্লকের পাবড়াপাহাড়ী গ্রামে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে প্রদীপ মাহাতোর খড়ের গাদায় হঠাৎ আগুন ধরে যায় । স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নেভানো হলেও , ততক্ষণে পুরো খড়ের গাদা পুড়ে যায়। গ্রামের বাসিন্দা সম্রাট মাল, তুফান মন্ডল, বিশ্বজিৎ মাহাত জানান, ” খড়ের গাদার কাছেই বসত বাড়ি ছিল। তাড়াতাড়ি আগুন নেভানো না গেলে বড় বিপদ হতে পারতো।”

Post Comment