নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :
অজ্ঞাত গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর। মৃতের নাম মধুসূদন মাহাতো (৫২)। কাশিপুর থানার সোমাইডি গ্রামের সিধাটাঁড় টোলায় তাঁর বাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে এই থানারই কাশিপুর – হুড়া রাস্তায় সিধাটাঁড় মোড়ে। আহত প্রৌঢ়কে উদ্ধার করে কল্লোলি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে কাশিপুর থানার পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Post Comment