insta logo
Loading ...
×

কালীপূজায় কি বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

কালীপূজায় কি বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

হেমন্তের সোনালি রোদে ঝলমল করছে পুরুলিয়া। টানা চতুর্থ দিন বৃষ্টিশূন্য আকাশ। বৃহস্পতিবারের মতো শুক্রবারও জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৭.৫ ডিগ্রি। সকালবেলা হালকা কুয়াশা, তারপরই রোদে ঝলমলে দিন—ঠিক যেন প্রাক-শীতের নিখাদ ছবি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দীপাবলির মরশুমে পশ্চিমাঞ্চলে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। উপকূলবর্তী জেলাগুলিতে (বিশেষত দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর) হালকা মেঘ জমলেও তা স্থানীয় প্রভাবের ফল, পুরুলিয়া ও পার্শ্ববর্তী বাঁকুড়া, ঝাড়গ্রাম বা পশ্চিম বর্ধমানে থাকবে একেবারে মেঘমুক্ত আকাশ।

জঙ্গলমহলের এই পরিষ্কার আবহাওয়াতেই ধীরে ধীরে নামছে তাপমাত্রা। সকালের দিকে পাখা বন্ধ করে ঘুম, আর সন্ধ্যার পর শরীর ঢাকতে চাইছে চাদর। অযোধ্যা পাহাড়, বড়ন্তি, গড় পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়ে এখন পর্যটকদের ভিড়ও বাড়ছে।

আবহাওয়াবিদদের মতে, চলতি মাসের শেষ দিকে আন্দামান সাগরে সক্রিয় হতে পারে নতুন ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘মোন্থা’র রূপ নিতে পারে। তবে আপাতত কোনও সতর্কতা জারি হয়নি। ভাইফোঁটার পরেই বোঝা যাবে ‘মোন্থা’-র প্রকৃত গতি-প্রকৃতি ও সম্ভাব্য অভিমুখ।

ততদিন পর্যন্ত পুরুলিয়ার আকাশে থাকবে শুধু দীপাবলির আলো আর হেমন্তের রোদ—একেবারে উৎসবের আবহে মোড়া জঙ্গলমহল।

Post Comment