insta logo
Loading ...
×

কালীপুজোয় পথনিরাপত্তার বার্তা — তুলিন ফাঁড়ির অভিনব উদ্যোগ

কালীপুজোয় পথনিরাপত্তার বার্তা — তুলিন ফাঁড়ির অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

কালীপুজোর উৎসবমুখর আবহে পথনিরাপত্তার বার্তা ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন পুরুলিয়ার ঝালদা থানার তুলিন ফাঁড়ি। এ বছরের পুজোয় মায়ের আরাধনার পাশাপাশি মানুষের প্রাণরক্ষার ডাক তুলে ধরেছে ফাঁড়ির পুলিশ কর্মীরা। ফাঁড়ি প্রাঙ্গণে তৈরি হয়েছে এক বিশাল কংক্রিটের হেলমেট — যা এখন দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।

দেবী আরাধনার সঙ্গে সামাজিক বার্তা মিশিয়ে তুলিন ফাঁড়ির এই কালীপুজো বরাবরই আলাদা নজর কাড়ে। তবে এবারের থিম ‘পথনিরাপত্তা’ যেন সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে। হেলমেটকে প্রতীক হিসেবে ব্যবহার করে পুলিশ জানিয়েছে— “জীবন অমূল্য, হেলমেটই জীবনরক্ষার ঢাল।” ফাঁড়ির দেওয়ালে ফুটে ওঠা প্রতীকী শিল্পকর্ম ও বার্তা শুধু পুজোর সাজসজ্জা নয়, বরং সমাজে সচেতনতা গড়ার এক কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। পুজোর ভিড়, আনন্দ ও আলো-আঁধারির মধ্যেই এক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে এই প্রচেষ্টা। তাদের উদ্দেশ্য— উৎসবের আনন্দে মাতলেও যেন মানুষ হেলমেট পরা ও ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব না ভোলে।

Post Comment