insta logo
Loading ...
×

কার্নিভালের মঞ্চে পুরুলিয়ার পুজোকে রাজ্যের পুরস্কার

কার্নিভালের মঞ্চে পুরুলিয়ার পুজোকে রাজ্যের পুরস্কার

সুইটি চন্দ্র, পুরুলিয়া :

একদিকে পুরুলিয়ার লোক সংস্কৃতি, অন্যদিকে ঝলমলে আলো, রঙবাহারি আয়োজন, সবে মিলে জমজমাট পুরুলিয়ার দুর্গা কার্নিভাল। জেলার ১৪ টি পুজো কমিটি এতে অংশ নেয়। নিজেদের থিম কার্নিভালে তুলে ধরে তারা। ফলে উৎসব হয়ে ওঠে আরও আলোময়। এই প্রথম পুরুলিয়ার দুই পুজো কমিটি রাজ্য সরকারের স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেলো। পুরস্কার দিয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগ।

স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পাওয়া নিতুড়িয়া পারবেলিয়া নিউ সর্বজনীন। থিম ‘কৃষক অন্নদাতা’।

নিতুড়িয়া থানার পারবেলিয়া নিউ সর্বজনীন ও রঘুনাথপুর মিশন রোড সর্বজনীন পূজা কমিটি পেয়েছে এই বিশেষ পুরস্কার। পারবেলিয়ার থিমের বিষয় ছিল কৃষক হলো অন্নদাতা। অন্যদিকে রঘুনাথপুর মিশন রোডের থিম ছিলো নারী।

রঘুনাথপুরের মিশন রোড তাদের থিমে তুলে ধরেছিল দেশ জুড়ে নিরন্তর নারী নির্যাতনের প্রতিবাদ। অন্যদিকে পারবেলিয়ার থিম জানিয়েছে কৃষিই আমাদের ভিত্তি। কৃষি ছাড়া যে কোন উন্নয়ন সম্ভব নয়, সেটাই ছিলো এই কমিটির বক্তব্য। মা দুর্গার কোলে ছোট্ট গণেশ আর মাতৃমূর্তির পিছনে পেল্লাই সাইজের লাঙ্গল যেন সেই কথাই স্মরণ করিয়ে দেয়। প্রতিবছর রাজ্য জুড়ে সেই সকল পুজো কমিটির হাতে এই বিশেষ জুরি পুরস্কার তুলে দেওয়া হয়, যারা দীর্ঘদিন পুজো আয়োজন করছে এবং যাদের আয়োজন পরবর্তী সময়ে অন্য কমিটিগুলির অনুপ্রেরণা হবে।

স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পাওয়া রঘুনাথপুর মিশন রোড সর্বজনীন। থিম নারী নির্যাতনের প্রতিবাদ।

এদিনের দুর্গা কার্নিভালে অংশ নেয় জেলার মোট ১৪ টি পুজো। বরাবাজার মল্ল পরিবার দুর্গা পুজো কমিটি, পুরুলিয়া শহরের চকবাজার ষোলআনা, রঘুনাথপুর তাঁতীপাড়া ষোলআনা, নিতুরিয়া সরবড়ি সার্বজনীন মানবাজারের ইন্দকুড়ি সার্বজনীন, মানবাজার গ্রাম্য যোগাশ্রম , আমলাপাড়া সার্বজনীন, রেনি রোড দেবীমেলা, নর্থলেক রোড, তেলকল পাড়া, দেশবন্ধু রোড রঘুনাথপুর মিশন রোড সার্বজনীন ও পুরুলিয়া শহরের নিউ সার্বজনীন দুর্গাপূজা। এমনিতেই পুরুলিয়ার লোক সংস্কৃতি এখন সারা পৃথিবীকে আকর্ষণ করছে। কার্নিভালের উপলক্ষ্যেও মাতিয়ে দিলো বীররসের ছৌ, নাটুয়া, রন পা নৃত্য। কার্নিভালের সবুজ কার্পেট মাতিয়ে দিয়েছে শহরের দেশবন্ধু রোডের জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা।

মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানি টুডু, সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক রজত নন্দা, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক রাজীবলোচন সরেন, বিধায়ক সুশান্ত মাহাতো প্রমুখ।

Post Comment