নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা ও আড়শা:
একদিনে দুই নদী থেকে উদ্ধার হল দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার
পুঞ্চা ও আড়ষা থানা এলাকায়।
প্রথম ঘটনা পুঞ্চা থানার অন্তর্গত নির্ভয়পুর গ্রামের কাছে কাঁসাই নদীতে। সোমবার সকালে নদীর জলে একটি দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি তারা সঙ্গে সঙ্গে জানান পুঞ্চা থানার পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই দেহটি আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষের বলে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তপন কর্মকার জানান, “নদীতে ভেসে থাকা অবস্থায় প্রথম দেখি আমরা। তারপরই পুলিশকে খবর দিই।”
এদিকে একই দিনে আর এক দেহ উদ্ধার হয় আড়শা থানার বান্দু নদী থেকে। সেখানেও স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেহটি দেখতে পান এবং খবর দেন পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ওই মেডিক্যাল কলেজে।
উভয় ক্ষেত্রেই মৃতদের পরিচয় জানা যায়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, দু’টি ঘটনারই তদন্ত চলছে। প্রাথমিকভাবে কোনও অপরাধমূলক ঘটনার ইঙ্গিত মেলেনি। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
Post Comment