নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
প্রায় ১৭ ঘণ্টা পর কংসাবতী নদী থেকে উদ্ধার হল নিখোঁজ পড়ুয়া হামজা কুরেশির দেহ(১৫)। শুক্রবার সকাল ৬টা নাগাদ পুরুলিয়ার দলদাঁড়ি ঘাট সংলগ্ন এলাকায় দেহটি ভেসে ওঠে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ আরেক পড়ুয়া বিকাশ দাসের সন্ধানে তৎপর উদ্ধারকারী দল। এদিন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন টামনা থানার ওসি তাপস মিশ্র এবং ডিএসপি (ডিইবি) জীবনেশ রায়। উদ্ধার কাজে নেমেছে দুর্গাপুর থেকে আগত বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি বিশেষ দল। পাশাপাশি পুরুলিয়া জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও অভিযানে যোগ দিয়েছেন। অর্থাৎ দুটি উদ্ধারকারী দল কংসাবতী নদীতে বিকাশ দাসের খোঁজে যৌথভাবে তল্লাশি চালাচ্ছে।

নদীতে নিখোঁজ দুই পড়ুয়ার মধ্যে একজনের দেহ উদ্ধারে আংশিক সাফল্য মিললেও বিকাশের সন্ধান মেলেনি এখনও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ না নিখোঁজ পড়ুয়ার খোঁজ মেলে ততক্ষণ অভিযান চলবে। বৃহস্পতিবার পাঁচ বন্ধু শিমুলিয়া গ্রামের কাছে কংসাবতী নদীতে স্নান করতে নেমেছিল। সেলফি তোলার সময় দুপুর দেড়টা নাগাদ আচমকা পুরুলিয়া শহরের কসাই মহল্লার হাজমা কুরেশি ও চিড়াবাড়ির বিকাশ দাস তলিয়ে যায়। ওই দুজন পুরুলিয়া জেলা স্কুলে দশম শ্রেণীতে পড়ত। বৃহস্পতিবার দুপুরে থেকেই উদ্ধার কাজ শুরু হয়। তবে রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

হামজা কুরেশির মৃতদেহ উদ্ধারের পরেই কাঁসাই নদীর পাড়ে ওই পরিবার-পরিজনদের কান্নার রোল। শোক গ্রাস করেছে এলাকায়।











Post Comment