নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
পুরুলিয়ার বলরামপুর ব্লকের রাপকাটা গ্রামে মাথাচাড়া দিয়ে উঠেছে কলেরা। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা পেরিয়েছে শতাধিক। স্বাস্থ্য দফতরের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, গ্রামে আতঙ্ক ছড়িয়েছে একটি মৃত্যুকে ঘিরে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস জানান, “গত কয়েক দিন ধরেই রাপকাটা গ্রামে কলেরার প্রভাব দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত ১২১ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বাঁশগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি।”

তবে গ্রামবাসীদের দাবি, একজনের মৃত্যু হয়েছে এই রোগের জেরে। যদিও ডাঃ বিশ্বাস সে দাবি খারিজ করে বলেন, “যিনি মারা গিয়েছেন, তিনি কলেরা থেকে সুস্থ হয়েছিলেন। পরে অন্য কারণে তাঁর মৃত্যু হয়েছে।”







Post Comment