নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল রঘুনাথপুরে। ঘটনা রঘুনাথপুর থানার কামারগোড়া এলাকায়। মৃত ছাত্রীর নাম অর্পিতা সিং(১৯)। সে সাঁওতালডিহি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর বাড়ি পাড়া থানার ভান্ডারকুলি গ্রামে হলেও কয়েক মাস ধরে থাকতেন রঘুনাথপুর থানার কামাড়গোড়া গ্রামে মামার বাড়িতে। মঙ্গলবার দুপুরে মামা বাড়িতেই সকলের অজান্তে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি নজরে আসতেই তাকে চেলিয়ামা বান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার রঘুনাথপুর থানার পুলিশ হাসপাতাল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।









Post Comment