insta logo
Loading ...
×

কলকাতা হাইকোর্টে উঠছে বিষ্ণু কুমার মামলা

কলকাতা হাইকোর্টে উঠছে বিষ্ণু কুমার মামলা

নিজস্ব প্রতিনিধি,আড়শা :

কলকাতা হাইকোর্টে বিষ্ণু কুমার মামলা।
পুলিশের অত্যাচারে আড়শার যুবকের মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে ১২ ঘন্টা আড়শা বনধের ডাকে সর্বাত্মক বন্ধ থাকলো আড়শা বাজার। বনধ সমর্থনকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। ৬ জন বনধ সমর্থককে পুলিশ আটক করে থানায় নিয়ে এসে গ্রেপ্তার করে। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়। গ্রামের বাসিন্দারা আড়শা বাজার ও গ্রামে মিছিল করে থানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। বনধ সমর্থকদের নিঃশর্ত মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন তারা। বনধ সমর্থনকারীদের পক্ষে পার্থ সারথি মাহাতো বলেন, “বুধবার সম্পূর্ণভাবে বনধ সফল হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকের ডাকা বনধে শামিল হয়েছেন।

পুলিশ অন্যায় ভাবে ৬ জন বনধ সমর্থনকারীদের তুলে থানায় নিয়ে যায়।”

এদিন বিকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বার্তা নিয়ে আড়শা এসে পৌঁছান বিজেপি নেতা গৌতম রায়। তিনি জানান, “বিষ্ণু কুমারের কেসটা হাইকোর্টে উঠেছে। ২৫ শে জুলাই কলকাতা হাইকোর্টে তার শুনানি রয়েছে। মৃতের পরিবারের পাশে থাকবে বিজেপি।” সাথে সাথ আজকে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরও পাশে থাকার বার্তা দেন তিনি। এদিকে বিষ্ণু কুমারের মৃতদেহ এখনোও পড়ে রয়েছে মর্গে ।বাড়িতে গিয়ে দেখা গেল তালা ঝুলছে বাড়িতে। স্থানীয় বাসিন্দা দিলীপ কুমার জানান, “বাড়িতে কেউ নেই। তালা ঝুলিয়ে সকলেই চলে গিয়েছেন বাইরে। সোমবার পুলিশ বাড়ির দরজায় মর্গ থেকে মৃতদেহ নিয়ে আসার জন্য নোটিশ লাগিয়ে চলে গিয়েছে।

বুধবার বিকালে গ্রেপ্তার হওয়া ৬ জনকে শারীরিক পরীক্ষার পর জেলা আদালতে তোলা হলে , বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Comment