insta logo
Loading ...
×

করম নাচের তালে মেতে উঠলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি

করম নাচের তালে মেতে উঠলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

করম নাচের তালে মেতে উঠলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। শুক্রবার পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে মানভূম কালচারাল আকাদেমি আয়োজিত করম পরব উদযাপনে অংশ নিয়ে করম গানের সংকলন প্রকাশের পাশাপাশি করম নাচেও যোগ দিলেন তিনি।

এদিন করম গীত সংরক্ষণের লক্ষ্যে মানভূম কালচারাল আকাদেমির নতুন উদ্যোগের অংশ হিসেবে প্রকাশিত হল আরও একটি সংকলন ‘করম গীতিমালা’। সংকলনটির সম্পাদনা করেছেন আকাদেমির সভাপতি হংসেশ্বর মাহাতো। উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। মানভূম কালচারাল আকাদেমির সহ-সভাপতি ও লোকসংস্কৃতি গবেষক সুভাষ রায়, রাজ্যের উপ-সংস্কৃতি অধিকর্তা তথা পুরুলিয়ার ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রবীন্দ্র ভবনের মঞ্চে করম প্রতিযোগিতায় অংশ নেয় ১১টি দল। আমন্ত্রিত ছিল আরও দুটি দল। বাদ্যযন্ত্রের সুর আর কুড়মালি গানে মাতোয়ারা ছিল পরিবেশ। সভাধিপতির অংশগ্রহণে করম নাচ যেন পেল এক বিশেষ মাত্রা। সভাধিপতির কথায়, “করম পুরুলিয়ার মানুষের আবেগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবে সরকারি ছুটি ঘোষণা করায় আনন্দ আরও বেড়েছে। তাই ক্যালেন্ডারের দিনক্ষণ পেরিয়েও করমের রেশ থেকে যায়। এবার সরকারি তত্ত্বাবধানে করম উদযাপন এক অন্য মাত্রা পেল।”

আকাদেমির সভাপতি হংসেশ্বর মাহাতো জানান, “গত বছর আমরা ‘জাওয়া-করম’ নামে একটি সংকলন প্রকাশ করেছিলাম। ছোটনাগপুর মালভূমিতে ছড়িয়ে থাকা করম গীতকে একত্রিত করে সংরক্ষণ করাই আমাদের মূল লক্ষ্য।”

রবীন্দ্র ভবনের আবহ ছিল একেবারেই লোকোৎসবের রঙে রঙিন। মাথায় ফুলের সাজ, ঢোল-মাদলের তালে তরুণীরা নেচে উঠলেন করম গানে। করমের আবেগ ছড়িয়ে পড়ল পুরো প্রাঙ্গণে।

Post Comment