insta logo
Loading ...
×

করম গীত থেকে কুড়মালি সাহিত্য, আলোচনা চক্র সিধো- কানহো- বিরসায়

করম গীত থেকে কুড়মালি সাহিত্য, আলোচনা চক্র সিধো- কানহো- বিরসায়

দেবীলাল মাহাত, পুরুলিয়া:


“করম গীত ও কুড়মালি সাহিত্যে প্রাসঙ্গিকতা” শীর্ষক একদিনের আলোচনা চক্র অনুষ্ঠিত হল সিধো-কানহো- বিরসা বিশ্ববিদ্যালয়ে। বুধবার কুড়মালি বিভাগের উদ্যোগে এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। আলোচক হিসেবে ছিলেন রাঁচি বিশ্ববিদ্যালয়ের কুড়মালি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডঃ এইচ এন সিং, রাঁচি মারোয়াড়ি কলেজের কুড়মালি বিভাগের অধ্যাপক ডঃ বৃন্দাবন মাহাতো, ডঃশ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়,

বিশ্ববিদ্যালয়ের কুড়মালি বিভাগের বিভাগীয় প্রধান ডঃ পরমেশ্বরী প্রসাদ মাহাত। এদিন করম গীত ও কুড়মালি সাহিত্যে প্রাসঙ্গিকতা বিষয়ে বিস্তৃত আলোচনা তুলে ধরেন আলোচকরা। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত,কুড়মি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সুনীল মাহাতো, কুড়মালি লেখক ও সমাজসেবী শশাঙ্কশেখর মাহাত, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ নচিকেতা বন্দোপাধ্যায় প্রমুখ। কুড়মালি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডঃ সনৎ কুমার মাহাত বলেন, করম গীতের মধ্য দিয়ে কুড়মালি ভাষা সাহিত্যের যে সম্পদ তা তুলে ধরার জন্যই এই আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল।

Post Comment