নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
কয়লা পাচার রুখল পুলিশ। মঙ্গলবার অটোতে করে কয়লা পাচারের সময় ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে গ্রেফতার করল ঝালদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহঃ গুলজার । তার বাড়ি ঝাড়খণ্ডের রামগড় জেলার আরগাড়া সিরকা গ্রামে। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ঝালদার তুলিন ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে ঝালদা — গোলা সড়ক ধরে ঝাড়খন্ড থেকে বেআইনি কয়লা বোঝাই একটি অটো আসছে। খবরের ভিত্তিতে তুলিন মাঝপাড়া এলাকায় নাকা তল্লাশি চালিয়ে অটোটিকে আটক করে পুলিশ। উদ্ধার হয় বস্তাভর্তি প্রায় সাড়ে পাঁচ কুইন্টাল কয়লা। পুলিশ জানিয়েছে, তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এই ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করেছে ঝালদা থানার পুলিশ।









Post Comment