নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
এবার মাধ্যমিকে পুরুলিয়ায় পাশের হার কমেছে। গত বছর পুরুলিয়ায় পাশের হার ছিল ৭৮.৩১ শতাংশ। এবার কমে হয়েছে ৭৭.৮৫ শতাংশ। সেই জায়গায় সারা রাজ্যের পাশের হার ৮৬.৫৭ শতাংশ। জেলায় এবার ১৯ হাজার ৪৪৮ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে পাশ করেছে ১৯,৩৩২। ২০ হাজার ৫৫৪ ছাত্রী পরীক্ষা দিয়েছিল । পাশ করেছে ২০,৩৫০। ছাত্রদের ক্ষেত্রে পাশের হার ৮৪.০৮ শতাংশ হলেও ছাত্রীদের ক্ষেত্রে সেই জায়গায় পাশের হার ৭৬.৭ শতাংশ। ছাত্রদের অকৃতকার্য হওয়ার হার ১৫.৫২ শতাংশ , ছাত্রীদের ক্ষেত্রে ২২.৮২ শতাংশ।
অতীতে এই জেলার শিক্ষক সংগঠনগুলির অভিযোগ ছিল মাধ্যমিকের খাতা যে অঞ্চলে যায় তার বদল দরকার। ওই অঞ্চলে খাতা সঠিকভাবে দেখা হচ্ছে না। এখন অবশ্য আর এই অভিযোগ নেই। কারণ পরপর এই জেলা মেধা তালিকায় জায়গা করে নিয়েছিল। পড়শি জেলা বাঁকুড়ার মতো পুরুলিয়া সাফল্য না পেলেও ঝাড়খন্ড ছুঁয়ে থাকা জঙ্গলমহলের এই জেলার মাধ্যমিকের ফল খুব একটা খারাপ ছিলো না। তবে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমলেও পাশের হার কমে যাওয়ায় চিন্তার ভাঁজ জেলার শিক্ষা মহলে।











Post Comment