নিজস্ব প্রতিনিধি, আড়শা:
কবরস্থানের বাউন্ডারি নির্মাণ কাজের শিলান্যাস হল আড়শায়। রবিবার আড়শা ব্লকের তুম্বাঝালদা গ্রামে বাউন্ডারি নির্মাণের কাজের শিলান্যাস হয়। শিলান্যাস করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল পুরুলিয়া জেলা শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার। আড়শা পঞ্চায়েত সমিতি থেকে বাউন্ডারি নির্মাণের জন্য বরাদ্দ করা হয় ১৯ লক্ষ ৮৩ হাজার ৩৫৮ টাকা। উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্যা কাকলি মাহাত ,আড়শা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হরিপদ গরাঁই, সনাতন কুমার, বিশিষ্ট সমাজসেবী শাহিল আনসারী প্রমুখ ।











Post Comment