insta logo
Loading ...
×

কন্যার মৃত্যুতে স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন স্বামী

কন্যার মৃত্যুতে স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

দাম্পত্য কলহের জেরে তিন বছরের কন্যাকে সঙ্গে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন মা। মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারিয়েছিল ছোট্ট শিশুকন্য। গতকাল বুধবারের সেই ঘটনার জেরে আজ বৃহস্পতিবার স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন স্বামী। বলরামপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বলরামপুর থানার গার্গেরডি গ্রামের অদূরে একটি পরিত্যক্ত কুয়োর পাশে পৌঁছান এই থানারই আমারু গ্রামের গৃহবধূ কল্যাণী মাহাতো। সঙ্গে ছিল তার চার বছরের কন্যা অনু। সেখানেই তিনি শিশু সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে কল্যাণী দেবীকে উদ্ধার করলেও, জলে তলিয়ে যায় শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। সন্ধ্যাবেলা উদ্ধার হয় অনুর নিথর দেহ।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কল্যাণী মাহাতো। এই ঘটনার পরই স্ত্রীকে দায়ী করে বলরামপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা বিভীষণ মাহাতো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Comment