insta logo
Loading ...
×

কতজন শবর জনজাতির পরীক্ষার্থী পাশ করল মাধ্যমিকে?

কতজন শবর জনজাতির পরীক্ষার্থী পাশ করল মাধ্যমিকে?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

জেলা জুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ১২ জন শবর জনজাতির পরীক্ষার্থী দিয়েছিল মাধ্যমিক পরীক্ষা। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ জন।

এক সময় অপরাধপ্রবণ জাতি হিসেবে চিহ্নিত করা হতো তাদের। স্বয়ং লেখিকা মহাশ্বেতা দেবীর মতো ব্যক্তিত্ব তাদের সমাজের মূল স্রোতে আনতে নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন। চেষ্টা চলেছে বিভিন্ন দিক থেকে। প্রশাসনও হয়েছে সচেষ্ট।

শবর জনজাতির যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, তারা প্রত্যেকেই সমাজের প্রথম প্রজন্মের শিক্ষার্থী। বান্দোয়ান গার্লস হাইস্কুলের দুই ছাত্রী রেণুকা শবর ও ঝর্ণা শবর, পুঞ্চার কোনাপাড়া হাইস্কুলের অন্নপূর্ণা শবর ও বোরো হাই স্কুলের ছাত্র বিজয় শবর উত্তীর্ণ হয়েছে মাধ্যমিক পরীক্ষায়। সর্বোচ্চ নম্বর পেয়েছে কোনাপাড়া হাইস্কুলের ছাত্রী অন্নপূর্ণা শবর। তার প্রাপ্ত নম্বর ২৩৫।

Post Comment