insta logo
Loading ...
×

কড়া নিরাপত্তায় শুরু নতুন ধরনের উচ্চ মাধ্যমিক

কড়া নিরাপত্তায় শুরু নতুন ধরনের উচ্চ মাধ্যমিক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রাজ্যে এই প্রথম উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমে পরীক্ষার সূচনা। সোমবার সকালে পুরুলিয়ার বিভিন্ন কেন্দ্রে একে একে পৌঁছে গেলেন হাজার হাজার পরীক্ষার্থী। হালকা উত্তেজনা,একটু চিন্তায় উদ্বেগ চোখে পড়ল। তবে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে প্রবেশ প্রক্রিয়া ছিল একেবারে শান্তিপূর্ণ ও সুষ্ঠু।
জেলার ৭৭টি কেন্দ্রে এদিন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার পুরুলিয়ায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৮৯৮ জন—এর মধ্যে ছাত্র ১২ হাজার ৫৫৭ এবং ছাত্রী ১৩ হাজার ৩৪১। প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তার জন্য মোতায়েন ছিল পুলিশবাহিনী।
তবে পরীক্ষার্থীদের পাশে থেকেছে বন দফতরও। জেলার যেসব এলাকা বন্যপ্রাণ উপদ্রুত—সেসব গ্রাম থেকে পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বন দফতরের কর্মীরা। ফলে দুর্গম এলাকা থেকেও নির্ভয়ে কেন্দ্রে পৌঁছাতে পেরেছে ছেলেমেয়েরা।
পুরুলিয়া জেলার ডিএসি অনুপ মন্ডল জানান, “রাজ্যে প্রথমবারের মতো সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। পুরুলিয়ার সমস্ত কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে কোনো অসুবিধা না পায়, সেজন্য জেলা প্রশাসন, পুলিশ এবং বন দফতর একসঙ্গে কাজ করছে।”

Post Comment