insta logo
Loading ...
×

কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ছাত্র, চলছে উদ্ধার কাজ

কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ছাত্র, চলছে উদ্ধার কাজ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কংসাবতী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। বৃহস্পতিবার সকালবেলায় ঘটনাটি ঘটে পুরুলিয়ার টামনা থানার শিমুলিয়া গ্রাম সংলগ্ন নদী এলাকায়। নিখোঁজ কিশোরের নাম বিকাশ দাস ( ১৫)। পুরুলিয়া জেলা স্কুলের দশম শ্রেণির ছাত্র সে। বাড়ি পুরুলিয়া শহরের চিড়াবাড়ি এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার আরও পাঁচ বন্ধুর সঙ্গে কংসাবতী নদীতে যায় বিকাশ। কিছু সময় পর তার সঙ্গীরা বাড়িতে ফোন করে জানায়, বিকাশ জলে তলিয়ে গিয়েছে। আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর পেয়ে শোকাহত পরিবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে টামনা থানার পুলিশ ও বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের একটি দল। তল্লাশি শুরু হয় নদীর জলে। তবে ঘটনার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বিকাশের কোনও খোঁজ মেলেনি।
এদিকে ছেলেকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কাকিমা বেবী দাস কান্না জড়িত কণ্ঠে বলেন, “ভোরবেলা খেলতে বেরোবে বলেই বেরিয়েছিল। কে জানত এমন দুঃস্বপ্ন হয়ে ফিরবে সকালটা।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় নদীতে স্নান করতে গিয়ে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। তবে প্রশাসনের নজরদারির ঘাটতি নিয়েও প্রশ্ন উঠছে। বিকাশকে উদ্ধারের জন্য সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

Previous post

বনমহোৎসবের মঞ্চে বনমন্ত্রীর সামনেই বনদপ্তরের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুললেন সহ-সভাধিপতি

Next post

রূপসী বাংলা পুরস্কারে জঙ্গলমহলের ‘স্বর্ণজয়’! মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া পেল ‘বেস্ট প্লান্টেশন অ্যাওয়ার্ড’

Post Comment