নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া:
কংসাবতী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে পুরুলিয়া ২ ব্লকের নামো পিড়রা গ্রামে নদীর জলে দেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫। দেহটি পচন ধরে যাওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু’ থেকে তিন দিন আগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ এবং মৃতের পরিচয় জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
Post Comment