নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
দু’দিন কেটে গেলেও কংসাবতী নদীতে তলিয়ে যাওয়া ছাত্র বিকাশ দাসের খোঁজ মেলেনি। শনিবার সকাল থেকে ফের তল্লাশি শুরু হয় পুরুলিয়ার টামনা থানার শিমুলিয়া গ্রামের কাছে ঘটনাস্থলে। একদল উদ্ধারকর্মী নদীতে, অন্যদল পাড় ধরে প্রায় ১৬ কিমি দূর পর্যন্ত তল্লাশি চালায়।
পুরুলিয়া জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র বিকাশ দাস চিড়াবাড়ি এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার পাঁচ বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় সে ও তার আরেক বন্ধু হামজা কুরেশি। ঘটনার দিন বিকেল থেকেই তল্লাশি শুরু হয় পরদিন দলদাঁড়ি ঘাট থেকে হামজার মৃতদেহ উদ্ধার হয়। বিকাশের সন্ধান এখনও মেলেনি।
রবিবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু করবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শোকগ্রস্ত পরিবার অপেক্ষায় প্রহর গুনছে।
Post Comment