insta logo
Loading ...
×

ঐক্যের বার্তা নিয়ে ঝালদায় পদযাত্রা, হাজির সাংসদ জ্যোতির্ময়

ঐক্যের বার্তা নিয়ে ঝালদায় পদযাত্রা, হাজির সাংসদ জ্যোতির্ময়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:


এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় সোমবার ঝালদা শহরে। যার উদ্দেশ্য ছিল দেশজুড়ে ঐক্য ও আত্মনির্ভরতার বার্তা ছড়িয়ে দেওয়া। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের সহযোগিতায় ‘মাইভারত’ সংগঠনের উদ্যোগে এই পদযাত্রায় অংশ নেন ঝালদা ও আশপাশের বহু মানুষ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো এবং সমাজসেবী শঙ্কর মাহাতো সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। পদযাত্রার মূল কেন্দ্রে ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের ‘অখণ্ড ভারত’ ধারণা, যা জাতীয় সংহতি ও আত্মবিশ্বাসকে উৎসাহিত করে। পদযাত্রা শেষে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান, “হাজারেরও বেশি উৎসাহী যুবক-যুবতী আজ স্বেচ্ছায় এই আন্দোলনে যুক্ত হয়েছেন। সর্দার প্যাটেলের ঐক্যের স্বপ্নকে বাস্তবায়িত করতেই যুবসমাজকে উদ্বুদ্ধ করা জরুরি বলে মনে করি।”

Post Comment