নিজস্ব প্রতিনিধি, আড়শা ও অযোধ্যা :
অবৈধ দখলদারি রুখতে কড়া অবস্থান নিল পুরুলিয়ার বন দফতর। সোমবার আড়শা ও অযোধ্যা পাহাড় এলাকার দুই প্রান্তে অভিযান চালিয়ে প্রায় আড়াই একর বনভূমি পুনরুদ্ধার করল বন দফতরের কর্মীরা। উদ্ধার হওয়া জমিতে বনসৃজনের পরিকল্পনা নিয়েছে প্রশাসন।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, আড়শা রেঞ্জের পলপল মৌজার ভালডুংরীর পাদদেশে প্রায় দেড় একর জমি দখল করে কেউ বা কারা চাষবাস শুরু করেছিল। শুধু তাই নয়, জমি ঘিরে ফেলা হয়েছিল নাইলনের নেট দিয়ে। বিষয়টি বন বিভাগের নজরে আসতেই সোমবার সকালে সেখানে অভিযান চালানো হয়। খুলে ফেলা হয় সমস্ত বেড়া। বন দফতর সূত্রে জানা গেছে , উদ্ধার হওয়া জমিতে খুব শীঘ্রই বনসৃজনের কাজ শুরু হবে, যাতে ফের কেউ দখল করতে না পারে।

এদিন অযোধ্যা রেঞ্জেও ছিল তৎপরতা। পাহাড়ের কামারজারা ও কুচরিরাকা এলাকায় প্রায় এক একর জমির উপর অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হয়। বন দফতর জানিয়েছে, কামারজারায় এক ব্যক্তি বনভূমির উপর চালাঘর তুলছিলেন। আর কুচরিরাকায় ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল এক মাটির ঘর। খবর পেয়েই অভিযান শুরু করে বনকর্মীরা।
তবে এ কাজ সহজ ছিল না। উচ্ছেদ অভিযান চলাকালীন প্রথমে বাধার মুখে পড়তে হয় বন দফতরের কর্মীদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ এবং যৌথ বন ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। পরে শাবল, গাঁইতি দিয়ে ভেঙে ফেলা হয় অবৈধ চালা ও মাটির ঘর।
Post Comment