নিজস্ব প্রতিনিধি, আদ্রা :
“স্বচ্ছতাই সেবা – ২০২৫” কর্মসূচি ঘিরে আদ্রা রেল ডিভিশনে শনিবার নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা আয়োজিত হলো। সর্বভারতীয় স্বচ্ছতা অভিযান “স্বচ্ছোৎসব” চলছে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর। সেই উপলক্ষে ডিভিশনের স্কুল-কলেজ থেকে স্টেশনের প্ল্যাটফর্ম—সব জায়গাতেই উঠল পরিচ্ছন্নতার ডাক।
অঙ্কন, প্রবন্ধ রচনা, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। কেবল শিক্ষাঙ্গনই নয়, আদ্রা রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মেও মিলল সুরের মেলা। ডিভিশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় “মিউজিক্যাল ফেস্ট”। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে আরপিএফ কর্মী, রেলকর্মী ও বহু যাত্রী একসঙ্গে গান গেয়ে ছড়িয়ে দেন পরিচ্ছন্নতার ডাক।
একইসঙ্গে আদ্রা ডিভিশনের বিভিন্ন স্টেশন, রেল কলোনি, রেলপথ এবং স্বাস্থ্যকেন্দ্রে চালানো হয় নিবিড় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এইসব কর্মসূচির উদ্দেশ্য শুধু পরিচ্ছন্নতা নয়, বরং ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি সচেতনতা গড়ে তোলা। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের পথে সমাজকে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।










Post Comment