insta logo
Loading ...
×

এবার জল পরীক্ষায় আশারা

এবার জল পরীক্ষায় আশারা

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এবার জল পরীক্ষায় আশারা। জনস্বাস্থ্য ও কারিগরি দফতর যে পানীয় জল সরবরাহ করে সেই জলের গুণগত মান যাচাই করবেন আশা কর্মীরা। সেই উদ্দেশ্য নিয়ে আশা কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হল চাকোলতোড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে।

জেলা স্বাস্থ্য দপ্তর এবং কারিগরি দপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার পুরুলিয়া ১ নং ব্লকের চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আশা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হল। এদিন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকরা আশা কর্মীদের কিট দিয়ে জল এর নমুনা পরীক্ষা করার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রজেক্টর দিয়ে ডিজিটাল প্রশিক্ষণ দেন। কিট দিয়ে জল পরীক্ষা করে পর ল্যাবরেটরিতে পরীক্ষার মধ্য দিয়ে সেই তথ্য জল জীবন মিশনের পোর্টালে কীভাবে আপলোড করতে হবে সেই প্রশিক্ষণও দেওয়া হয়।

Post Comment