insta logo
Loading ...
×

এবার কি বৃহৎ শিল্পের পথে পুরুলিয়া?

এবার কি বৃহৎ শিল্পের পথে পুরুলিয়া?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এবার কি বৃহৎ শিল্পের পথে পুরুলিয়া? সত্য না হোক, স্বপ্ন অন্তত আবার দেখা যেতে পারে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর সমাজ মাধ্যমে করা পোস্ট থেকে। বুধবার দিল্লিতে পুরুলিয়ার শিল্প ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দিল্লিতে কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সঙ্গে দেখা করলেন তিনি। বৈঠকে তিনি জেলার শিল্প সম্ভাবনা নিয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন।

সাংসদ জানিয়েছেন, তাঁর প্রস্তাবগুলো গৃহীত হলে জেলার মানুষ নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। শিল্প বিনিয়োগ আকৃষ্ট হবে। ধীরে ধীরে পুরুলিয়া হয়ে উঠতে পারে এক গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র।

দিল্লির বৈঠক শেষে নিজের সোশ্যাল মিডিয়া পেজে সাংসদ লেখেন, “পুরুলিয়ার শিল্প ভবিষ্যৎ নিয়ে আমার দেওয়া প্রস্তাবগুলি কর্মসংস্থান বাড়াবে, বিনিয়োগ টানবে এবং পুরুলিয়াকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলবে। কেন্দ্রীয় মন্ত্রী ইতিবাচক আশ্বাস দিয়েছেন।”

রাজনীতির অন্দরে এই বৈঠককে পুরুলিয়ার উন্নয়ন পরিকল্পনায় এক নতুন দিক বলেই মনে করছেন অনেকে। জেলার শিল্পায়নের দাবি দীর্ঘদিনের। বিশেষত, পাথর খনি, বিদ্যুৎ প্রকল্প ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকা সত্ত্বেও বড় মাপের শিল্পায়নের সুযোগ এখনও পর্যন্ত আসেনি। সাংসদের দাবি, তাঁর উদ্যোগে সেই দিকেই এগোতে পারে পুরুলিয়া।

দলীয় মহলের মতে, কেন্দ্রীয় মন্ত্রীর ইতিবাচক সাড়া পাওয়া গেলে শিগগিরই জেলার শিল্প মানচিত্রে বড় পরিবর্তন দেখা দিতে পারে।

Post Comment