নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জাতীয় আইনি পরিষেবা কেন্দ্র নিলো উদ্যোগ। পুরুলিয়ায় অনাথ শিশুদের আধার কার্ড করে দেওয়া হবে। শুরু হয়েছে সেই প্রক্রিয়া।
আধার কার্ড না থাকায় বহু সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে অনাথ শিশুরা। সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশের সবকটি জেলায় ‘সাথী’ নামে একটি ইউনিট গঠন করে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ নেবে এই উদ্যোগ। প্রধান দায়িত্বে থাকছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব। পুরুলিয়াতেও ‘সাথী’ ইউনিট গঠন করে এই পর্বত প্রমাণ কীভাবে সম্পন্ন করা হবে সে নিয়ে হয় বিশদ আলোচনা। সময় কম। সামনের আগস্ট মাসের মধ্যে শেষ করতে হবে এই কাজ।
পুরুলিয়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুলতান মামুদ বলেন, “জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ সমগ্র দেশ জুড়ে সুপ্রিম কোর্টের পরামর্শমত এই কাজ করবে। ইতিমধ্যেই পুরুলিয়ায় আমরা ‘সাথী’ ইউনিট তৈরি করে কীভাবে এই কাজ হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। এরপর আমরা চিহ্নিতকরণের কাজ করে ক্যাম্প করব। “
প্রশাসনের সহযোগিতায় এই কাজ হবে। ‘সাথী’ ইউনিট কাজ করবে পুরুলিয়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিবের নেতৃত্বে ৮ জনের কমিটি নিয়ে।
কীভাবে হবে এই কাজ? তার প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে।প্রথমে পুরুলিয়ার কোন ব্লকে, কোথায়, কত অনাথ শিশু আছে তার একটি তালিকা প্রস্তুত করা হবে। সেই তালিকা অনুযায়ী ক্যাম্প হবে ব্লক ভিত্তিক।










Post Comment