নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
ক্যালেন্ডারের পাতায় বর্ষাকাল শেষ হচ্ছে আজই। পয়লা জুন থেকে ১৭ আগস্ট পর্যন্ত যেখানে সারা জেলা গড়ে ৭১০.৯৩ মিমি বৃষ্টিকে স্বাভাবিক বলে ধরা হয়, সেখানে এবছর ১২১৮.২৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ৭১.০৪ শতাংশ বেশি বৃষ্টি পুরুলিয়া জুড়ে।
তবে শনিবার পুরুলিয়ার আকাশ প্রায় শুষ্কই রইল। মাত্র কয়েকটি এলাকায় সামান্য বৃষ্টি হলেও অধিকাংশ বৃষ্টিমাপক কেন্দ্রে এক ফোঁটাও জল পড়েনি। ফলে জেলায় গড় বৃষ্টিপাত নেমে এল দেড় মিলিমিটারের কাছাকাছি।
গত ২৪ ঘণ্টায় পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের পরিমাণ (মিমি) :
হাতোয়াড়া – ৪.০, জয়পুর – ৫.৪, ঝালদা – ২.৪, বাঘমুণ্ডি – ০, মানবাজার – ০, বলরামপুর – ২.১, বরাবাজার – ০, নিতুড়িয়া – ৪.০, সাঁতুড়ি – ০, পুঞ্চা – ০, হুড়া – ০, কাশীপুর – ০, পাড়া – ০। গড়ে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ১.৩৮ মিমি।
জেলার তাপমাত্রা : সর্বোচ্চ ৩২.০° সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৫° সেলসিয়াস।
Post Comment