insta logo
Loading ...
×

এক কেজি সোনা ফ্রিতে! পুরুলিয়ায় ধনতেরাস ধামাকা

এক কেজি সোনা ফ্রিতে! পুরুলিয়ায় ধনতেরাস ধামাকা

সুইটি চন্দ্র, পুরুলিয়া :

রূপার দাম কেজি প্রতি প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার গয়না প্রতি ১০ গ্রামে প্রায় ১ লক্ষ ২২ হাজার টাকায় বিকোচ্ছে। এমন আগুনে দামের বাজারে ধনতেরাসের আগে চিন্তায় দোকানদার থেকে শুরু করে খদ্দের—সবাই। তবু উৎসবের মরশুমে প্রান্তিক পুরুলিয়াতেও সোনা–রূপা কেনার হিড়িক কমছে না। শহরের ছোট বড় সব বিপণীই এখন উৎসবের সাজে ঝলমল করছে।

কল্যাণ জুয়েলার্সের মতো আন্তর্জাতিক স্তরের স্বর্ণ বিপণী পুরুলিয়ায় শাখা খুলেছে বেশ কিছুদিন আগেই। এবার ধনতেরাস ও দীপাবলি উপলক্ষে এই বিপণীগুলি গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক অফার ঘোষণা করেছে।

পিসি চন্দ্র জুয়েলার্সের অফার শুরু হয়েছে ১০ অক্টোবর থেকে, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। সোনার অলংকারে সর্বাধিক ২৫ শতাংশ ছাড়, হীরের গয়নায় ১০ শতাংশ ছাড় এবং প্রতি গ্রামে ৩০০ টাকা পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে সংস্থা। সেই সঙ্গে পুরনো সোনার গয়না বদলে নতুন গয়না কেনার সুযোগও থাকছে।

কল্যাণ জুয়েলার্স জানিয়েছে, তাদের দীপাবলি অফারে ‘মেকিং চার্জ’-এর উপর থাকছে সর্বাধিক ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি নির্দিষ্ট দিনে বিশেষ সোনার দামের ব্যবস্থাও রাখা হয়েছে।

এমপি জুয়েলার্স “উৎসবের সাজ” নামে চালু করেছে এক্সক্লুসিভ ধনতেরাস অফার। গয়নার মজুরিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রতি গ্রাম সোনার গয়না কেনায় ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, নির্দিষ্ট মূল্যের অলংকারে ফ্রি সোনার কয়েন এবং হিরের দামে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে সংস্থা।

তানিস্ক জানিয়েছে, প্রতি গ্রাম সোনার গয়নায় ৪৫০ টাকা পর্যন্ত ছাড় থাকছে। হিরের গয়নায়ও থাকছে সর্বাধিক ২০ শতাংশ ছাড়।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দিয়েছে সবচেয়ে চমকপ্রদ অফার। সোনার গয়নার মেকিং চার্জে প্রতি গ্রামে ৫০০ টাকা পর্যন্ত ছাড়, হিরের গয়নায় ১৫ শতাংশ পর্যন্ত ছাড়, এবং কেনাকাটায় পার গ্রাম ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের ঘোষণা করেছে তারা। সবচেয়ে বড় আকর্ষণ লাকি ড্র–তে এক কেজি সোনা জেতার সুযোগ। প্রতি ১০ হাজার টাকার কেনাকাটায় ৫০০ টাকার কুপন দিচ্ছে এই স্বর্ণ বিপণী।

অর্থাৎ, সোনার দাম যতই আকাশছোঁয়া হোক, ধনতেরাসের উৎসবে অফারের ঝলকে ভরপুর পুরুলিয়ার বাজার। একদিকে আগুনে দাম, অন্যদিকে আকর্ষণীয় ছাড়ের প্রলোভন—এই দুইয়ের টানাপোড়েনে পুরুলিয়ার জুয়েলারি বাজার এখন জমজমাট। দোকানদারদের আশা, এই উৎসবেই ফিরবে বিক্রির পুরনো ছন্দ, আর খদ্দেরদের চোখে একটাই ইচ্ছে—সোনার ঝলকে দীপাবলির আলো আরও উজ্জ্বল করে তোলা।

Post Comment